বিপিএলে ভেন্যু বাড়ানোর দাবিটা পুরনো। প্রতি আসরের আগেই এই নিয়ে দাবি তুলে সমর্থকরা। বিসিবিতেও কখনো কখনো হয়ে থাকে আলোচনা। তবে কখনো সমাধান আসেনি, নানান জটিলতায় আটকে যায় এই চাওয়া। তবে অবশেষে এবার আশার বাণী শোনা গেল, রাজশাহীতে দেখা যাবে বিপিএল। কখনো দুটো শহর, কখনো তিনটে শহরেই আবদ্ধ থাকে বিপিএল আয়োজন। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটেই বসে থাকে এই জমজমাট ক্রিকেট আসর। একবার অবশ্য খুলনাতেও দেখা গিয়েছিল বিপিএল। তবে দেশের দর্শকদের কথা মাথায় রেখে আর যাবতীয় সব সুযোগ সুবিধা দেখে রাজশাহীতেও বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। গত মঙ্গলবার (৪ জুলাই) বিপিএলের কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিষয়টি প্রকাশ করেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন,‘আমরা রাজশাহীতে বিপিএল খেলতে চাই। রাজশাহীতে দুটো নতুন হোটেল হয়েছে। যা রাজশাহীকে এগিয়ে রাখবে। এবার দিতে না পারলেও সামনের পরের মৌসুমে চিন্তাভাবনা আছে।’
খুলনা কিংবা বরিশালে কেন বিপিএল আয়োজন সম্ভব নয়, তাও জানান বিসিবি’র এই পরিচালক। মূলত মানসম্মত হোটেল না থাকাই পিছিয়ে দিয়েছে এই দুই শহরকে। আটটি দলের প্রায় তিন শতাধিক ক্রিকেটার, কোচ, স্টাফসহ বিসিবি’র অফিশিয়ালদের আবাসনের জন্য বেশ কয়েকটি পাঁচ তারকা মানের হোটেল প্রয়োজন। কিন্তু দুটো শহরেই আছে এর ঘাটতি। এই প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘খুলনাতে আমাদের খুব ভালো মানের হোটেল দরকার তিন-চারটা, যা এখনো হয়নি। বরিশালেরও আসল সমস্যা হচ্ছে হোটেল। একটি মাত্র হোটেল আছে যা বিপিএলের মানের সাথে যায়। ফলে সাতটা বা আটটা দল নিয়ে একই সাথে সেখানে টুর্নামেন্ট করাটা একটু চ্যালেঞ্জিং।’