রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
প্রথম পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনের সঙ্গে ফখরুলের বৈঠক জননেতা হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশালে মাছ উৎপাদনে ১ বছরে এআই পদ্ধতিতে উৎপাদন খরচ কমবে প্রায় শত কোটি টাকার, জমি সাশ্রয় হবে দুই হাজার হেক্টর ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যড়ষন্ত্র করছে-রিজভী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি: গোলাম পরওয়ার মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রতিবাদের নয়া ধরন, নাচতে নাচতে পার্লামেন্টে বিল ছিঁড়লেন তরুণী এমপি আলু-পেঁয়াজের দাম বাড়ছেই

শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হলে শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নাই-পাবনায় প্রধান বিচারপতি

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

বিচার বিভাগ দূর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না, তাই শক্তিশালী রাষ্ট্রগঠন করতে হলে শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নাই বলে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শনিবার বেলা ১২টায় পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে জানান তিনি। পরে, প্রধান বিচারপতি ফয়েজ আহমেদ পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উর্ধতন কর্মকর্তা, পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মদ সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে জেলা এডভোকেট বার সমিতিতে মতবিনিময় করেন। জেলা বার সমিতির সভাপতি এড. আক্তারুজ্জামান মুক্তা সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন জেলা বার সমিতির সম্পাদক এড. আহাদ বাবু। বক্তব্য দেন পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মদ, এড. রবিউল আলম বুদু, সুপ্রিম কোর্টের রেজিস্টার মশিউর রহমানসহ সুপ্রিম কোর্টের সদস্যবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com