বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন অসহায় দুস্থ নাগরিকদের মাঝে ২২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি সোমবার (১০ই জুলাই) বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে আমি আমার সাধ্যমতো সমাজের অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানের চেষ্ঠা করেছি। আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্ঠা করেছি। জানিনা কতোটুকু পেরেছি। তবে আমি ছিলাম, আছি, থাকবো। যতোদিন আমি বেঁচে আছি আপনাদের পাশে থাকতে চাই। এক্ষেত্রে আমার যে মেয়র থাকতে হবে তা কিন্ত নয়। সবশেষে মেয়র সাদিক আবদুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-অ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠানে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার এবং অন্যান্য অসহায় ১৯ দুস্থ নাগরিকসহ মোট ৩৯ জনের মাঝে ২২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।