সম্প্রতি সময়ে কয়েকটি ম্যাচের সবকয়টিতে জয়লাভ টাইগারদের
বাংলাদেশের ক্রিকেট স্বর্ণে মোড়ানো সময় অতিবাহিত করছে। বাংলাদেশ ক্রিকেট দল বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তার সব কয়টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে। শুধু এক মাত্র আন্তর্জাতিক ম্যাচে নারী ফুটবল দল নেপালের কাছে রোববার ট্রাইবেকারে ২-৪ গোলে পরাজিত হয়। তাছাড়া ক্রিকেটে সবগুলো ম্যাচেই জয়লাভ করেছে বাংলাদেশ। সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টাইগাররা আফগানিস্তানকে পরাজিত করে সিরিজ জয়লাভ করে। অন্যদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নারী ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে ৪০ রানে জয়লাভ করে সিরিজে ১-০ তে এগিয়ে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে আজ। এছাড়াও শ্রীলংকার কলম্বোতে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ৮ উইকেটে ওমানকে পরাজিত করে, এবং মঙ্গলবার আফগানিস্তানকে ২১ রানে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সৌম্য বাহিনী। অন্যদিকে অনুর্ধ্ব? ১৯ জাতীয় দল দঃ আফ্রিকা দলকে ৫ ম্যাচ সিরিজে ৩-২ ব্যাবধানে পরাজিত করে সিরিজ জয়লাভ করে যুব টাইগাররা। অতএব বর্তমান সমায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবগুলো খেলাতেই জয়লাভ করে স্বরণীয় করছেন টাইগাররা। শুধু পরাজয়ের গ্লানি ছিলো নারী ফুটবল দলের। তারা নেপালের কাছে ট্রাইবেকারে ২-৪ গোলে পরাজিত হয়। এর আগে টেষ্ট সিরিজে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ১-২ ব্যাবধানে আফগানিস্তানের কাছে হেরে যায় সিনিয়র টাইগাররা। ক্রিকেটের এই জয়জয়কার এদেশের ক্রিকেট ভক্তদের মনে এক আনন্দ সঞ্চালন করেছে। এই জয়ের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা এদেশের সকলের।