মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার)পিপিএম, দিক নির্দেশনায় শিবচর থানার একটি অভিযানিক দল শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে,শিবচর থানার কাঠালবাড়ী ৪নং ফেরি ঘাট এলাকার হাজী মুনছের খাঁ কান্দি ইটের রাস্তার উপর থেকে ডাকাতির প্রস্তুতির সময়,রাজশাহী জেলার বাঘা থানার,দেবত্তর বিনোবপুর, গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ মাহাবুবুল ইসলাম (৪০),মুন্সীগঞ্জ জেলার,পদ্মসেতু উত্তর থানার,জসলদিয়া গ্রামের,মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম কাজী(৩৩), মাদারীপুর জেলার শিবচর উপজেলা,কাঁঠাল বাড়ি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিল্লুর হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার(৩৬), একই এলাকার আরব আলী হাওলাদারের ছেলে মোঃ আকাশ ওরফে আরিফ হাওলাদার(৩০), কাঁঠাল বাড়ি ইউনিয়নের, ৭ওর্য়াডের, সাহেব বেপারীর কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে মোঃ সুখচাঁন হাওলাদার (১৯),ফরিদপুরে, ভাংঙ্গা উপজেলার নূরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী(৩০), (২৪ জুলাই) সোমবার রাত ২-৪৫ মিনিটের সময় উক্ত ব্যক্তিদের কাছ থেকে (ক) ৩ চাকা বিশিষ্ট একটি অটো ভ্যান, (খ) একটি লোহার তৈরি ছোরা, যাহা কাঠের বাট সহ লম্বা ৩৮ ইঞ্চি, যাহার এক পাশ ধারালো,(গ)একটি লোহার তৈরি ছোরা, যাহা কাঠের বাট সহ লম্বা ২১ ইঞ্চি, যাহার এক পাশ ধারালো,(ঘ) একটি স্টিলের পাতের কুড়াল, যাহা শক্ত প্লাস্টিকের হাতল সহ লম্বা ১৪ ইঞ্চি,(ঙ) একটি লোহার তির ছেনি, যাহার কাঠের বাট সহ লম্বা ১৩ ইঞ্চি, যাহার দুই পাশ ধারালো, (চ) একটি এসএস পাইপ, যাহা লম্বা ৩৬ ইঞ্চি, (ছ) একটি লোহার রড, যাহা লম্বা ২৪ ইঞ্চি, যাহার অগ্রভাগ সুচালো এবং পশ্চাৎভাগ পেচানো, যাহা তালা ভাঙ্গা কাজে ব্যবহৃত হয়, (জ) একটি লোহার রড, যাহা লম্বা ২১ ইঞ্চি, যাহার অগ্রভাগ সুচালো, যাহা তালা ভাঙ্গা কাজে ব্যবহৃত হয়, (ঝ) একটি স্টিলের তৈরি স্লাইরেঞ্জ,যাহা লম্বা ১২ ইঞ্চিসহ আটক করে পুলিশ। এসময় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর (টেকেরহাট)মোঃ খালেক জমাদ্দার, মোঃ ধলু জমাদ্দার(৩৪), মাদারীপুর জেলার কাঁঠাল বাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড, জুলহাস বেপারী কান্দি, মৃত জুলু হাওলাদারের ছেলে সুলতান হাওলাদার(৪০), আরব আলী হাওলাদার(৫৫), মাদারীপুরের শিবচরে , কাঁঠাল বাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরচান্দ্রা মৃত্যু করিম বেপারীর ছেলে নজরুল বেপারী(৩৫), দৌড়াইয়া পালাইয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রহিয়াছে বলেও জানা যায়। এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং-৪৮, তারিখ ২৪/০৭/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, রুজু করা হইয়াছে। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ডাকাত দল শিবচর থানার কাঁঠাল বাড়ি ইউনিয়নের কাঁঠাল বাড়ি ৪ নং ফেরিঘাটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সাথে সাথে আমার থানার চৌকস পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছয় জনকে ডাকাতির সরঞ্জাম সহ আটক করি। আরো চার জন ধরে পালিয়ে যায়। তবে শিবচর থানায় এমন অভিযান চলমান থাকবে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ ডাকাত দলের চার সদস্যের আটক করি বাকিদেরও আটকের অভিযান চলমান থাকবে।