বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী এমিলি এন্ডারসন। তার গানে তিনি বাংলাদেশের জনগণকে খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের শর্ত সাপেক্ষে সকল ধরনের রাজনৈতিক কর্মকা- থেকে দূরে সরে গৃহবন্দি হয়ে আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে মার্কিন সঙ্গীত শিল্পী এমিলি এন্ডারসন এ গান পরিবেশন করেন। এর আগেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গান গেয়েছেন।
মার্কিন শিল্পী এমিলি এন্ডারসন তার গানে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জননী। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করে তোলার তার যে স্বপ্ন তা বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ধূলিসাৎ করে দেয়ার চেষ্টা চলছে। এতসব নিষ্ঠুরতা, অন্যায়, অবিচার, কারাবন্দি ও গৃহবন্দি করে রাখার পরেও তিনি ভেঙে পড়েননি। এখনো তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আলোর বাতিঘর। তার মুক্তির মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে। এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ গঠনে বেগম জিয়ার অবদান আর নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এ বিষয়ে অবগত। এখন সময় হয়েছে তাকে মুক্ত করে আনার। বেগম খালেদা জিয়া মুক্ত হলেই বাঙালী জাতির এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি মিলবে।’ কায়াস মাহমুদ অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি