শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

সীতাকুন্ড আবাসিক হোটেল মালিক সমিতি গঠিত

সীতান্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সীতাকুন্ডে আবাসিক হোটেল মালিকদের এক সভা পৌরসদরস্থ রাজবাড়ী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা ৭টায় হোটেল মালিকদের সভার এক পর্যায়ে সীতাকু- হোটেল ৯৯ আবাসিক এর স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশীদ নব গঠিত সমিতির সভাপতি হিসেবে সীতাকুন্ড সি-বীচ আবাসিক হোটেল এর স্বত্বাধিকারী সাংবাদিক খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে হোটেল ৯৯ আবাসিক এর স্বত্বাধিকারী এস.এম ওয়ালিদ রনির নাম ঘোষনা করলে উপস্থিত সকলে সর্বসম্মত ভাবে তাতে সমর্থন দেন। সভায় হোটেল মালিক সমিতির ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। নব গঠিত হোটেল মালিক সমিতির সহ-সভাপতি মনোনীত হন মোঃ শাহাজাহান (হোটেল সৌদিয়া) ও মোঃ নাছিরুল করিম শামীম (গ্রীণভিউ আবাসিক হোটেল)। সমিতির সহ সম্পাদক- মোঃ মোশারফ হোসেন শাকিল, (হোটেল সাইমুন আবাসিক), সাংগঠনিক সম্পাদক- মোঃ নুর উদ্দিন, (হোটেল জলসা আবাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, (হোটেল সৈবাল আবাসিক), অর্থ সম্পাদক- মোঃ জাহাঙ্গীর আলম, (বন্ধু ৯৯), প্রচার সম্পাদক- মোঃ সোহেল চৌধুরী, (নিউ সৌদিয়া আবাসিক) ও দপ্তর সম্পাদক- মনোনীত হন মোঃ কামরুল ইসলাম (বন্ধু ৯৯), সমিতির নির্বাহী সদস্য- ১) মোঃ সাজ্জাদ হোসেন রফিক, (হোটেল সীতাকুন্ড আবাসিক), ২) সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, (হোটেল ৭১), ৩) মোঃ হারুনুর রশিদ, (হোটেল ৯৯ আবাসিক), ৪) মোঃ রেজাউল করিম, (হোটেল তৈয়্যবিয়া ও আব্দুল্লাহ আবাসিক), ৫) মোঃ
নাজিম উদ্দিন সেলিম, (হোটেল নুর আবাসিক)। সমিতির উপদেষ্টা- ১) মোঃ রেজাউল করিম বাহার, (গ্রীণভিউ আবাসিক হোটেল), ২) মোঃ জাহাঙ্গীর আলম, (হোটেল নিউ সৌদিয়া), ৩) মোঃ মেজবাহ উদ্দিন শাহ,্ (হোটেল সীতাকু- আবাসিক), ৪) এস.এম আক্তার হোসেন, (হোটেল সন্দ্বীপ আবাসিক) এবং ৫) মোঃ আবুল বশর, (হোটেল সীতাকু- আবাসিক)। হোটেল মালিকরা বলেন, গণমাধ্যমের প্রচারণায় সীতাকুন্ডে প্রতিনিয়ত বাড়ছে পর্যটক। পর্যটকরা আমাদের অতিথি। তাই ব্যবসায়িক চিন্তা চেতনা ছাড়াও পর্যটকদের প্রতি রয়েছে আমাদের বিশেষ দায়িত্ব। সরকারী ভাবে সীতাকুন্ডকে পর্যটন এলাকা ঘোষনা করায় পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ রক্ষায় কমিটি গঠন‘কে ইতিবাচক হিসেবে দেখছেন হোটেল মালিকরা। এদিকে হোটেল মালিকদের নব গঠিত কমিটি‘কে অভিনন্দন জানিয়েছেন সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com