সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

এক ট্রিপেই ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখ টাকায় বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

পটুয়াখালীর মহিপুরে সপ্তাহের ট্রিপে ১৭০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলেন আবুল খায়ের (৪৫) নামে এক জেলে। গত শনিবার (২৬ আগস্ট) বিকালে এসব মাছ মহিপুরের মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলে। পরে এসব মাছ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়। এ মৌসুমে এই জেলের জালেই এক ট্রিপে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়লো। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
মিথুন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দু’বার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে গত শনিবার বিকালে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর চলে যান। আমরা এসব মাছ ৪৮ হাজার করে ১ মন, ৪২ হাজার করে ৫৭ মন, ৩৩ হাজার করে ৬৮ মন, ২৭ হাজার করে ৯ মন ও ১৫ হাজার করে ৩৫ মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই গতকাল সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন। মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর জেলে আবুল খায়ের সবেচেয়ে বেশি পরিমান ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি, আবহাওয়া অনুকুলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমান ইলিশ ধরা পড়বে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com