শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::

পরনিন্দার পাপ মোচনের উপায়

উম্মে আহমাদ ফারজানা
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা করা, দোষচর্চা করা, কুৎসা রটনা, পেছনে সমালোচনা করা, দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা।গিবত বান্দার অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট পাপ। যেসব পাপের সংশ্লিষ্টতা আল্লাহর সঙ্গে, সেসব পাপের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করতে হয় এবং তাঁর কাছে তাওবা-ইস্তিগফার করতে হয়। কিন্তু বান্দার সঙ্গে সংশ্লিষ্ট পাপ থেকে ক্ষমা লাভ করার জন্য আগে বান্দার কাছে ক্ষমা চাইতে হয়, তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করতে হয়। ইমাম নববী (রহ.) বলেন, পাপে লিপ্ত প্রত্যেক ব্যক্তির অবশ্য করণীয় হলো, অনতিবিলম্বে তাওবা করা। আর আল্লাহর অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট পাপ থেকে তাওবা করার শর্ত তিনটি : ১. কৃত পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়া। ২. কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। ৩. ভবিষ্যতে সেই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা।
আর বান্দার সঙ্গে সংশ্লিষ্ট গুনাহ থেকে তাওবা করার ক্ষেত্রে আরো একটি শর্ত যুক্ত হবে, সেটা হলো: ৪. যার অধিকার নষ্ট করা হয়েছে তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হয়ে যাওয়া। সুতরাং গিবতকারীকে উপরিউক্ত চারটি শর্ত মেনে তাওবা করা ওয়াজিব। কেননা গিবত বান্দার সঙ্গে সংশ্লিষ্ট পাপ। সে জন্য যার গিবত করা হয়েছে তার কাছ থেকেই দায়মুক্ত হওয়া আবশ্যক।’ (আল-আজকার, ইমাম নববী, পৃষ্ঠা ৩৪৬)
সুতরাং গিবতের কাফফারা বা এ পাপের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে, যার গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া। যেমন—আবু বকর ও ওমর (রা.) একবার নিজেদের মধ্যে তাদের এক খাদেমের অনুপস্থিতিতে তার বেশি ঘুমানোর ব্যাপারে আলোচনা করেন। সামান্য এই গিবতের কারণে রাসুল (সা.) পরে তাদের বলেন যে আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি। অতঃপর তাঁরা রাসুল (সা.)-এর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাঁদের তাদের খাদেমের কাছে ক্ষমা চাইতে বলেন। (সিলসিলা সহিহাহ, হাদিস : ২৬০৮)
তবে সরাসরি ক্ষমা চাইতে গেলে যদি ফিতনা সৃষ্টি হয়, তাহলে নিজের জন্য ও তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যে স্থানে তার কুৎসা রটনা করা হয়েছে সেখানে তার প্রশংসা করতে হবে। (আল-ওয়াবিলুস সাইয়েব, ইবনুল কাইয়িম, পৃষ্ঠা ১৪১) এ প্রসঙ্গে হুজায়ফা (রা.) বলেছেন, ‘গিবতের কাফফারা হচ্ছে যার গিবত করা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।’ (বাহজাতুল মাজালিস, ইবনু আবদিল বার, পৃষ্ঠা ৮৬) মহান আল্লাহ আমাদের গিবত থেকে হেফাজত করুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com