গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসী স্বামীর গচ্ছিত স্বর্ণালংকার সহ মোট ৩০ লক্ষ টাকা নিয়ে রানা মিয়া নামের পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধু হালিমা আক্তার বিথী। এ বিষয়ে সুষ্ঠু বিচার ও তাঁর স্ত্রীর কাছে দীর্ঘদিনের জমানো ৩০ লক্ষ টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাপাসিয়া উপজেলার পিরিজপুর গ্রামের আলা উদ্দিন খাঁর পুত্র এবং হালিমা আক্তার বীথির ভুক্তভোগী স্বামী মোস্তফা। জানা যায়, হালিমা আক্তার বীথি জামালপুরের দিঘুলি সাপড়া পূর্বপাড়া মোঃ হাফিজুর রহমানের কন্যা। সংবাদ সম্মেলনে মোস্তফা বলেন, আমার সারা জীবনের সঞ্চয় টাকা নিয়ে সে গত ১০-০৯-২০২৩ ইং তারিখে পালিয়ে যাওয়ায় এখন আমি ৩ শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। সুষ্ঠু বিচার কামনায় এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী মোস্তফা।