প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে উন্নয়নের পথে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য আর্শিবাদ। সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য ডিজিটাল সকল ধরনের সুযোগ দিয়ে ইউনিয়ন পরিষদে জনগনের সেবা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু বলেছেন, মানুষকে ভালবাসতে শিখ, মানুষকে ভালবাসলে সেখানে কোন স্বার্থ রাখবেনা। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উৎবাবনে স্থানীয় সরকার। স্থানীয় সরকারই পারে সাধারণ জনগনের কাছে সকল সেবা পৌছে দিতে। এই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। কিছুদিনের মধ্যে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট বাংলাদেশের পথে ইতোমধ্যে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে স্মার্ট হতে হবে, দক্ষ হতে হবে ও সৎ হতে হবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলার সমাপনী দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে মেহের আফরোজ চুমকি এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ১৭৮ উপকারভোগীর মাঝে ৯৪ লক্ষ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করেন