শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::

তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বড়-সড় চমক রেখেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করল নির্বাচকরা। অবাক হলেও সত্য বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। নিজের শেষ বিশ্বকাপে দর্শক হয়েই কাটাতে হচ্ছে দেশের সেরা এই ব্যাটসম্যানের।
মঙ্গলবার শেষ দল হিসেবে বিশ্বকাপ দল প্রকাশ করল বাংলাদেশ।
অন্য সব দেশ দল ঘোষণার কাজটা আগেই সেরে ফেলেছিল। শেষ দিনের অপেক্ষায় ছিল কেবল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাও সন্ধ্যার আগেই সমাধা করে তাদের কার্য, অপেক্ষা ছিল শুধু বাংলাদেশ কী করে! চমক যে আসবে তা নিশ্চিতই ছিল।
সোমবার থেকেই খবর বেরিয়েছিল, নিজেদের মাঝে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপে দেখা যাবে না তামিম ও সাকিবের মধ্যকার একজনকে। শেষ পর্যন্ত বাদ গেলেন তামিমই। তবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়েই ভারত যাচ্ছে বাংলাদেশ দল। একটু ভিন্নভাবেই এবারের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের হোটেল রুমে জার্সি পৌঁছে দিয়ে তাদের মুখে ঘোষণা দিয়েই নিশ্চিত করা হয় বিশ্বকাপ যাত্রা।
দলে আছেন যারা :
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ,
মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ তামিম, তানজিম সাকিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com