রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না-ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের সাধারণ জনগণ অচিরে নির্বাচন চায়-সরোয়ার আলমগীর মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন শ্রীপুরে টোল আদায়ে বাধা প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন সাভারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর সাভারে এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে মেডিকেল ক্যাম্প গফরগাঁওয়ে ইউএনও ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সিডিএসপি বেড়িবাঁধের ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি নওয়াবেঁকী কলেজের সভাপতির বিরুদ্ধে অভিভাবক ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বিশ্বনবীর আদর্শ ছাড়া সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় -মাওলানা আবদুল হালিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বিশ্ব পরিস্থিতি ক্রমাবনতিশীল, ঝঞ্ঝাবিক্ষুব্ধ, আজকের পৃথিবী বিজ্ঞানের উৎকর্ষতার হলেও মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বি ত। এর পেছনে যদি আমরা কারণ খুঁজতে যাইÑ কেন আজ বিশ্বে এত অশান্তি, কেন মারণাস্ত্রের দামামা বাজছে! তার একটাই কারণ আজকের পৃথিবী বিশ্বনবীর আদর্শে শাসিত হচ্ছে না। আজকে যারা বিশ্ব শাসকের আসনে বসে আছে, দুনিয়াকে শাসন করার জন্য যে নীতি-মতবাদ গ্রহণ করেছে, সেই মতবাদ দিয়ে কখনো নিপীড়িত মানুষকে শান্তি দেয়া যাবে না, পৃথিবীকে শান্ত করা যাবে না। আমাদের প্রিয়নবী নির্দিষ্ট কোনো ভূখ-ের নেতা নন, নির্দিষ্ট কোনো জাতির নেতা নন, তাকে এ পৃথিবীর সাদা-কালো, আরব-আযম সকল মানুষের নবী করে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে এবং নবুয়্যতের ধারাও আমাদের রাসূলের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আমাদের রাসূলের মাধ্যমে আল্লাহ তাঁর দীনকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। আজকে আমরা এ আদর্শকে বাদ দিয়ে, বিশ্বনবীর নেতৃত্বের মডেল বাদ দিয়ে যাই করি না কেন, আমরা সাম্য ও ইনসাফের পৃথিবী গঠন করতে পারব না। ইনশাআল্লাহ সকল মতবাদ ব্যর্থ হওয়ার পর অবশেষে ইসলাম আবার বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে ফিরে আসার অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রাসূল (সা.) মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমান ক্ষয়িষ্ণু সভ্যতার সামাজিক অবক্ষয় ও পতন রোধ করে মানবতাবোধ জাগ্রত করার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের রাসূল (সা.)-এর শিক্ষা ও আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অ লের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ বাশার। এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলামের স ালনায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ এটিএম গউসুল আযম হাদি প্রমুখ।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, ‘বর্তমানে যারা রাসূলের রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছেন, তাদের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাফের ও মুসলিম নামধারী কিছু মুনাফিকদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধভাবে সকল জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সত্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে বেগবান করে বিজয়ের মঞ্জিলে নিয়ে যেতে হবে।’
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমরা এ সমাজকে পরিবর্তন করতে চাই, চাই নতুন এক মানবিক পৃথিবী। এ দায়িত্ব পালনে সফল হতে হলে উন্নত আখলাক আর তাকওয়ার ভিত্তির ওপর নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। কেননা মানবজীবনের প্রকৃত সাফল্য ও মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। জাহিলিয়াতকে পরাভূত করার মতো যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। রাসূল (সা.) যেহেতু জীবন্ত কুরআন ছিলেন, আমাদের তার আলোকে জীবন গঠন করতে হবে, জীবনকে রাঙাতে হবে আল্লাহর রঙে। আজকের এ সিরাতন্নবী (সা.) মাহফিল থেকে এই হোক আমাদের শিক্ষা।
মাওলানা আবুল কালাম আজাদ বাশার বলেন, ইসলামে ন্যায়বিচারের শিক্ষা এমন এক অনিন্দ্য সুন্দর শিক্ষা, যা ন্যায়পরায়ণ প্রত্যেক অমুসলিমও শুনে প্রশংসা না করে পারে না। পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করাই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের উদ্দেশ্য এবং তিনি নিজ আমল দ্বারা সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে সক্ষমও হয়েছিলেন। আল্লাহ তায়ালার অনুপম শিক্ষা এবং ইসলামের সুন্দর ও পরিচ্ছন্ন ভাবমূর্তির বহিঃপ্রকাশ তখনই সম্ভব হবে, যখন প্রত্যেক মুসলমান আল্লাহ পাকের প্রতিটি আদেশের ওপর আমল করবে।
মাওলানা এমরান হুসাইন বলেন, মহান আল্লাহ তাঁর রাসূলকে নিয়ে চমৎকার দু’টি কথা বলেছেন, এক. আপনাকে (রাসূলকে) আমি আখলাকের সর্বোত্তম নিয়ামত দিয়ে পাঠিয়েছি। দুই. রাসূলের মাঝেই রয়েছে মানবজীবনের সর্বোত্তম আদর্শ। অর্থাৎ রাসূলের মাঝেই রয়েছে সকল কিছুর সমাধান। কাজেই বিশ্ব শান্তির জন্য রাসূল (সা.)-এর সর্বজনীন আদর্শের বিকল্প নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com