রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
প্রথম পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনের সঙ্গে ফখরুলের বৈঠক জননেতা হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশালে মাছ উৎপাদনে ১ বছরে এআই পদ্ধতিতে উৎপাদন খরচ কমবে প্রায় শত কোটি টাকার, জমি সাশ্রয় হবে দুই হাজার হেক্টর ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যড়ষন্ত্র করছে-রিজভী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি: গোলাম পরওয়ার মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রতিবাদের নয়া ধরন, নাচতে নাচতে পার্লামেন্টে বিল ছিঁড়লেন তরুণী এমপি আলু-পেঁয়াজের দাম বাড়ছেই

সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকায়ও দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে নগরবাসী। স্বাভাবিক কাজকর্ম বিঘিœত হয়। বিকেলে অফিস শেষে ঘরমুখী মানুষের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। গত রাতে ঢাকায় বৃষ্টি হয়। তবে, সকাল থেকে বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশ মেঘেঢাকা ছিল। রোদের দেখা মেলেনি। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। বিরতি দিয়ে রাত ৮ পর্যন্ত চলছিল বৃষ্টি। তাই, বাইরে কাজকর্মে যারা বেরিয়েছিলেন তারা পড়েন বিপত্তিতে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র হয় যানজট। কোথাও কোথাও সড়ক জলমগ্ন হয়ে পড়ে।

বৃষ্টি দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত গড়ালে অনেকেই কর্মস্থলে আটকা পড়েন। নিরূপায় কেউ কেউ ভিজেই বাড়ির পথ ধরেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবারও (৬ অক্টোরব) ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com