সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিওপি’র মানববন্ধন

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মজলুম ফিলিস্তিনীদের আত্মরক্ষার সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি, দখলদার ইসরাইল কর্তৃক নীরিহ ফিলিস্তিনীদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও জেলার সর্বোস্তরের মানুষ। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ এর উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ। এতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মানববন্ধনে ওলামা পরিষদ, ইসলামী সংগঠনের শত শত নেতাকর্মী সহ জেলার সর্বস্থরের সাধারন মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনীদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান। বক্তারা আরো বলেন ফিলিস্তিনীর সাধারণ মানুষের প্রতি যে জুলুম- নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। স্বাধীন-সার্বভেমৈ ফিলিস্তিন মাসজিদুল আল-আক্বসা মুসলমানদের প্রথম কেবলা। মাসজিদুল আল-আক্বসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনীদের নয়। এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমার ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। বক্তরা আরো বলেন আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশে^র যে প্রান্তে মুসলমানদের প্রতি অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com