নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস -২০২৩” পালন করেছে উপজেলা প্রশাসন। শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল দূর্জয় “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র?্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, খাদ্য কর্মকর্তা সাবরিন মোস্তারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ। শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনকারী বিদ্যালয়ের মাঝে কৃতিত্বের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।