মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

মহাখালীতে আগুন: ঢাকার অর্ধেক এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

রাজধানীর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৯০ শতাংশের ডাটা সেন্টার মহাখালীর আমতলী এলাকার আগুন লাগা ভবন খাজা টাওয়ারে। ফলে এরই মধ্যে ঢাকার প্রায় ৪০ ভাগ এলাকার ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগে খাজা টাওয়ারে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলছে আগুন নেভানোর কাজ। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ছাড়াও আগুন নেভানোর কাজে এরই মধ্যে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সদস্যরাও। তবে বিকেলে আগুন লাগার পরপরই ওই ভবনে থাকা ইন্টারনেট সার্ভার বন্ধ হয়ে যায় বলে দাবি করেছেন ইন্টারনেট ব্যবসায়ীরা।এদিকে, ইতোমধ্যেই রাজধানীর ৪০ ভাগ এলাকার ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতির ইমদাদুল হক। তিনি বলেন, মহাখালীতে আগুনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আরও বন্ধ হবে। ইমদাদুল হক বলেন, খাজা টাওয়ারে ট্রান্সমিশন। দুটি ডাটা সেন্টার রয়েছে। অনেক স্থানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজধানীর মোহাম্মদপুরের ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী মো. হিমেল। ঢাকা মেইলকে তিনি বলেন, খাজা টাওয়ারে ঢাকার ৯০ শতাংশ ইন্টারনেট সংযোগের ডাটা সার্ভার। আগুনের কারণে সব বন্ধ হয়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com