রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

টঙ্গীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কাজী মাজহারুল ইসলাম মিজু ও তার পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সাতাইশ সুখীনগর মাটিয়া এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন। এসময় তার সহোদর ভাই কাজী মোশারফ হোসেন রাজুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য ভুক্তভোগিরা বলেন, ওই এলাকায় তাদের পৈত্রিক জমি ব্যাংকের কাছে মর্টগেজ থাকাকালীন সৎ ভাইয়ের নামে লিখে দেন তাদের বাবা কাজী আব্দুল আলীম। পরে তারা সকল ভাই বোনের অর্থায়নে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সেই সাথে ব্যাংকের পাওনা ঋনও পরিশোধ করেন। পরে তাদের বাবা তাদের গোপনে তাদের নামে দলিলকৃত ওই সম্পত্তি স্থানীয় আসিফুজ্জামান নামে এক ভূমিদস্যুর কাছে অবৈধ ভাবে বিক্রি করার পর থেকে সে দলবল দিয়ে বাড়ি দখলের চেষ্টা করে যাচ্ছে। একপর্যায়ে গত এক বছর আগে সন্ত্রাসীরা মাজহারুল ইসলামকে অপহরণ করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এঘটনায় আদালতে পৃথক মামলা চলমান রয়েছে। সেই থেকে ভুমিদস্যুরা বিভিন্ন ভাবে হয়রানি ও প্রাননাশের গুমকি দিচ্ছে বলেও দাবী করেন তিনি। এঘটনায় সুষ্ঠ বিচার ও জীবনের নিরাপত্তা দাবী করেন ভুক্তভোগীর পরিবার। অপরদিকে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর তাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয় ভুমিদস্যুরা। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, ভুক্তভোগি থানায় লিখিত অভিযোগ করেছিলেন। বিষয়টি জমি সংক্রান্ত তাই তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। ৯৯৯ এ খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com