আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর (শুক্রবার) বাদে আসর থেকে নানা কর্মসুচির মাধ্যমে শাহানশাহে বাগদাদ, পীরানেপীর দস্তগীর, গাউসুল আজম শায়খ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’র ফাতেহা-ই ইয়াজদাহুম দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউসিয়া আহমদিয়া মনজিলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, আ’লে রাসুল(দ.), আ’লে গাউসুল আজম মাইজভান্ডারী,জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম, হজরত আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (ম.), উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি, দায়রা, শাখার খাদেমবৃন্দ। এসময় স্থানীয় কিছুসংখ্যক দায়রা ও শাখা গত ২৯ আশ্বিন ১৪৩০ গঠিত কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডে মহামান্য চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (ম.)কে ফুলেল শুভেচছা জানানো হয়। সভাপতির বক্তব্য শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.) বলেন, গাউছে পাক শাহানশাহে বাগদাদ যে উসুলের উপর তরিকার প্রতিষ্ঠা করে তরিকত সমৃদ্ধ করেন, সে উসুলের নির্জাস সর্ববেষ্টনকারী তরিকা হিসেবে মাইজভান্ডারী তরিকার উদ্ভব বিকাশ বিশেষত্বে অনুগ্রহ দয়া হাসিল করা পাথেয়। তিনি আরো বলেন, ফিলিস্তিনের মুসলিম অসহায় মজলুম, তাদের পাশে মুসলিম নেতৃত্ববৃন্দ এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি । সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।