ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলা এবং স্থল অভিযান ‘সবাইকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘জায়নবাদী শাসনের অপরাধগুলি চূড়ান্ত সীমা অতিক্রম করেছে, যা প্রত্যেককে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’
তিনি আরও লিখেছেন, ‘ওয়াশিংটন আমাদের কিছু না করতে বলে, কিন্তু তারা ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধের অক্ষে বার্তা পাঠিয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি স্পষ্ট প্রতিক্রিয়া পেয়েছে।’ ‘প্রতিরোধের অক্ষ’ বলতে বোঝায় মধ্যপ্রাচ্যজুড়ে ইরান সমর্থিত বাহিনীর একটি নেটওয়ার্ক, যার একটি অংশ হামাস। মার্কিন কর্তৃপক্ষ ইরানকে ইসরায়েল-হামাস যুদ্ধ থেকে দূরে থাকার জন্য সতর্ক করে আসছে। তবে যুক্তরাষ্ট্র নিজেই ইসরায়েলকে বিপুল অংকের সামরিক সহযোগিতা দিয়ে আসছে।