ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। নিজ শহর মাগুরা-১ থেকে নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি। তবে অতি সুখ কপালে সয়নি বাংলাদেশ অধিনায়কের, পেলেন দুঃসংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের থেকে ছিটকে গেছেন সাকিব। গত আসরের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়ালেও আজ চুক্তি থেকে মুক্ত করে দিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গত মৌসুমে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। যদিও শেষ পর্যন্ত গতবারের আইপিএলে খেলেননি তিনি। জাতীয় দলের একাধিক সিরিজের সাথে সাংঘর্ষিক ছিল আইপিএলের সূচি। কলকাতার অনুরোধের ভিত্তিতে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব নয় শুধু, লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে নিলাম থেকে লিটনকেও দলে নেয় ফ্রা াইজিটি। তবে মাত্র কয়েকটি ম্যাচের জন্য লিটনকে পেয়েছিল তারা। তবে একটি ম্যাচ খেলেই ‘জরুরি পারিবারিক কারণে’ ফিরে আসেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। এবার চুক্তি থেকেও তাকে বাদ দিলো দলটি। এদিকে গত আসরে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশী মোস্তাফিজুর রহমানও চুক্তি থেকে বাদ পড়েছেন। দিল্লির হয়ে গত আসরে মাত্র দুটো ম্যাচ খেলেছিলেন এই পেসার। তবে ২০২৪ আসরের জন্যে তাকে রাখেনি ফ্রা াইজিটি। ফলে বাংলাদেশের কাউকে আইপিএল খেলতে হলে নিলাম থেকে সুযোগ পেতে হবে।
আইপিএলের পরের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে দুবাইয়ে। তবে তার আগে আজ রোববার ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার শেষ দিন। দলগুলো নিজেদের ধরে রাখা বা ছেড়ে দেয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে।