শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীর অবুঝ শিশু রিয়াংশির হার্টে ছিদ্র, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
হার্টে ছিদ্র ধরা পড়া দশ মাস বয়শী শিশু রিয়াংসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাকার অভাবে দশ মাস বয়সী অবুঝ শিশু রিয়াংশির উন্নত চিকিৎসা করাতে পাচ্ছেনা তার পরিবার। ছোট্ট এই শিশুটির হৃদযন্ত্রে ৬ মিলিমিটার একটি ছিদ্র রয়েছে। চার মাস বয়সে শিশুটির এই সমস্যাটি ধরা পড়ে। হৃদযন্ত্রে ছিদ্র থাকার কারণে অবুঝ শিশুটি হঠাৎ করে যেখানে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় মরার মতো পড়ে থাকে। তাকে সুস্থ করতে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে। এতে প্রায় ৬ লাখ টাকার প্রয়োজন। জানাগেছে, রিয়াংশি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের সাহা পাড়া এলাকার রতন মোহন্তের মেয়ে। পরিবারের সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করাতে চান। জটিল রোগে আক্রান্ত রিয়াংশির চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই তার দরিদ্র পিতা রতন মোহন্তের। রতন মোহান্ত বলেন, রিয়াংশি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে এবং দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় মরার মতো পড়ে থাকে। এপর্যন্ত বহুবার এমন অবস্থা হয়েছে। মেয়েকে সুস্থ করার জন্য ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে। এতে প্রায় ৬ লাখ টাকা লাগবে। আমি ছোট একটা পানের দোকান চালাই। এতো টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছিনা। দেশের দয়ালু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আপনারা দয়া করে আমার মেয়েটিকে বাঁচাতে যে যা পারেন সাহায্য করুন। রিয়াংশির উন্নত চিকিৎসার জন্য ০১৭২২৩৪৬৮৭৬ (বিকাশ) ও ০১৩১৭১৬১৭০০ (নগদ) নম্বরে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com