শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

ফটিকছড়িতে সনির নৌকা, তৈয়বের তরমুজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নির্বাচনী প্রচারণা। এ আসনের সাবেক এমপি রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি লড়ছেন নৌকা নিয়ে। তিনি নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। এ আসনে নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তরমুজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। এ দুই প্রার্থী মাঠে গণসংযোগের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কাছে টানার রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন। নিজ দলের দুই প্রার্থীকে নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আবার অনেকে নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হবেন তা নিয়ে পড়ে গেছেন দোটানায়। কারণ এ মুহূর্তে সিদ্ধান্তে ভুল করলে পরে রাজনীতিতে মাশুল দিতে হবে বেশি। তাই কোন দিকে পা বাড়াবেন তা নিয়ে তারা কৌশলী ভূমিকা নিচ্ছেন। আবার এ দুই প্রার্থীকে ঘিরে আওয়ামী লীগের অনেকে আপাতত নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন। এদিকে ভোটের হিসাব কসলে সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের ব্যাপক কর্মী-সমর্থক রয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের সমর্থন থাকায় খাদিজাতুল আনোয়ার সনির সাথে উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতার সমর্থন রয়েছে। তাই স্থানীয় ভোটারদের মতে, ফটিকছড়ি আসনে এ দুই প্রার্থীর মধ্যে হাডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে এ দুজনের ভোটের লড়াইয়ে কোনঠাসা হয়ে পড়েছেন বাকি প্রার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com