বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

বমু বিলছড়িতে ট্রাক মার্কার গণসংযোগ ও লিফলেট বিতরণে গণজোয়ার

মোঃ তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

বান্দরবানের লামা পৌরসভা সংলগ্ন ছিটমহল খ্যাত চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারপ্রচারণা জমে উঠেছে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে। এ ধারাবাহিকতায় উপজেলার অন্যসব ইউনিয়নের সাথে পাল্লা দিয়ে বমুবিলছড়ি ইউনিয়নেও প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন মূল প্রতিদ্বন্ধিতায় থাকা বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে নেতাকর্মীরা। তারা গত কয়েকদিন ধরে ইউনিয়নের হাট বাজারসহ বিভিন্ন স্থানে ট্রাক মার্কার লিফলেট বিতরণ, গণসংযোগ, পথ সভা, উঠান বৈঠকের মাধ্যমে এ প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মাঝে তুলে ধরছেন বিগত দিনের উন্নয়নমূলক কাজের চিত্র। প্রতিদিনের এ প্রচারণায় আওয়ামী লীগ নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বেলাল উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. এনাম, সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মনির আহমদ, কৃষক লীগ নেতা তোফায়েল আহমদ, শ্রমিকলীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মো. সোয়াইব অংশ গ্রহণ করেন। এ ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এ ইউনিয়ন থেকে বিপুল ভোটে জাফর আলমকে নির্বাচিত করেন ইউনিয়নবাসী। নির্বাচিত হয়ে জাফর আলম ইউনিয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। এবারও ৭ জানুয়ারীর নির্বাচনে সব ঠিকঠাক থাকলে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে এ ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট প্রদান করে এমপি নির্বাচিত করা হবে বলে জানান, বমুবিলছড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কফিল উদ্দিন। তিনি বলেন, এ নির্বাচনে জয়ী হতে পারলে অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন জাফর আলম। প্রচারণার সত্যতা নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনের চাওয়া হচ্ছে সারা দেশে উৎসবমুখর পরিবেশে হবে প্রচারণা ও ভোট উৎসব। সেই নির্দেশনার আলোকে আচরণবিধি মেনে আমার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মীরা। কোনো অতিথি প্রার্থীকে চকরিয়া-পেকুয়ার মানুষ ভোট দেবে না। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। প্রসঙ্গত, জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী কক্সবাজার-১ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন, নারী ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন। চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং পেকুয়ার ৭টি ইউনিয়ন নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com