বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকত চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ফটিকছড়িতে নৌকার বিজয় তরান্বিত করার জন্য চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন ১৪ দলীয় জোট নেতা বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী। তিনি সরে গেলেও সারা বাংলাদেশে তরিকতের ৪১জন প্রার্থী নির্বাচনের মাঠে থাকবে বলে জানান তিনি। ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাইজভান্ডার দরবার শরীফে নিজ বাস ভবনে প্রেস ব্রিফিং করে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর এই ঘোষনা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি আগামী ০৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। তিনি আরো বলেন, এই ফটিকছড়িতে আমি চারবারের মধ্যে তিনবারই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি, এবং এই নৌকার মাধ্যমে আমি বারবার সম্মানিত হয়েছি। যেহেতু ১৪ দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ফটিকছড়িতে নৌকা প্রতীকের সমর্থন পুনর্ব্যাক্ত করেছেন সেহেতু উঁনার প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্বও বটে। এমতাবস্থায় ফটিকছড়িতে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করা আমি সমীচিন মনে করছি না। তাছাড়াও আমি যদি নির্বাচনী মাঠে থাকি তাহলে ভোটের যে সমীকরণ হবে, সেখানে আমার প্রাপ্ত ভোটের জন্য নৌকার বিজয় নিশ্চিতকরণে বাঁধার কারণ হতে পারে বলে আমি মনে করি। উল্লেখ্য যে, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী ফটিকছড়ি থেকে ৪ বারের নির্বাচিত এমপি ছিলেন। তার শেষের ২ বার নৌকা নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে এমপি নির্বাচিত হন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশনের দলীয় প্রতিক ফুলেরমালা নিয়ে চট্টগ্রাম ২ ফটিকছড়ি থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com