বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে প্রতিবছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পরিবার। সংগঠনের সদস্যদের অর্থায়নে ২০ জানুয়ারি ২০২৪ ইং (শনিবার) সংগঠনের বিভাগীয় কার্যালয় শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কে এম শামছুদ্দোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিবিএসপি এর উপদেষ্টা, বরিশাল মেট্রোপলিটন পেস ক্লাবের সভাপতি ও দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএসপি এর সাধারণ সম্পাদক কাজী জুলফিকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সহ-সভাপতি মোঃ সাইফুল মৃধা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিএম বেলাল, সদস্য মোঃ রুবেল আহমেদ, মোঃ দেলোয়ার হোসেন, স্বপন মাস্টার, জাকির জোমাদ্দার, কাজী জাহিদ, আব্দুর রহমান, শামিমা নাসরিন, শাহাদাত তালুকদার, মাওঃ আব্দুর রহিম, নুর মোহাম্মদ আরিফ, আবুল হোসেন, এম এ জলিল, শহিদ তালুকদার, কামাল চৌধুরী, মোঃ রিয়াজ, রবিউল ইসলাম, মোঃ শাহিন, সুভাষ সরকার মন্টু, মোঃ বাদল, মোঃ ইদ্রিস খান, মোঃ আবুল বেপারী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পরিবার ধারাবাহিকভাবে সমাজের বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মহতী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ সত্যিই প্রশংসার দাবিদার। অনেক নামিদামি সংগঠন আছে যারা এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করেন না। এ সময় তিনি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিবিএসপি এর সভাপতি কে এম শামছুদ্দোহা তার বক্তব্যে বলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ তার অবস্থান থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। যে সমস্ত সদস্যরা নিঃস্বার্থ ভাবে সংগঠনকে ভালোবেসে সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রতিটি কর্মসূচী বাস্তবায়ন করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি তার বক্তব্যে আরও বলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সদস্যরা একে অপরের ভাইয়ের মতন। আমরা একটি পরিবার। তিনি আরো বলেন, আশারাখি আমাদের চলমান ধারা অব্যাহত থাকলে যথাশীঘ্র আমাদের সংগঠন দেশের অন্যতম মডেল সাংবাদিক সংগঠন হিসাবে পরিচিতি লাভ করবে।