আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে গুরুতর আহত চট্টগ্রামের যুবদল নেতা মোহাম্মদ জুয়েলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো তার বাম চোখের অপারেশনের জন্য সহযোগিতা করেছে দলটি। গত বৃহস্পতিবার জুয়েলের সাথে দেখা করে কুশল বিনিময় শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সহায়তা তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার মৌলভী পুকুরপাড় ভোট কেন্দ্রে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশ-বিজিবির সংঘর্ষের সময় ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ জুয়েলের বাম চোখ ও শরীরের অন্যান্য অংশে গুলিবিদ্ধ হয়ে বাম চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো তার বাম চোখে গতকাল অস্ত্রোপচার হয়।
গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান আন্দোলনে জুয়েলের মতো হবিগঞ্জের সাংবাদিকসহ বিএনপির অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারিয়েছেন। জুয়েলের চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম। চট্টগ্রাম যুবদলের নেতারাও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে।