বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) কর্তৃক প্রফেশনাল কোর্স ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি) এর ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বিআইআইটি এর কনফারেন্স হলে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস হুমাইরা আজম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স (আইআইবিআই) এর মহাপরিচালক মোহাম্মদ আলী কাইয়ুম। তারা পিসিআইবির স্নাতক প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক অধ্যাপক এবং বিআইআইএফ এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান অধ্যাপক মাহবুব আহমেদ। উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন বিআইআইএফ’র প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউটি’র অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, আইবিটিআরএ এর সাবেক ডিজি ড. মাহমুদ আহমেদ, আইবিটিআরএ এর সাবেক পরিচালক ডা. মো. মিজানুর রহমান, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ইউনিটের পরিচালক (গবেষণা) ডা. মো. গোলজারে নবী। তারা প্রশিক্ষণার্থীদের অধ্যয়ন যাত্রা জুড়ে উল্লেখযোগ্য সাফল্যের জন্য অভিনন্দন জানান।
ইভেন্টটি অনুপ্রেরণামূলক বক্তৃতা, হৃদয়গ্রাহী মুহূর্ত এবং পিসিআইবি মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য স্বীকৃতি দিয়ে পূর্ণ ছিল। পিসিআইবি সম্পন্নকারী দুইজন প্রশিক্ষণার্থী কোর্সের ব্যাপারে সার্বিক সন্তোষ প্রকাশ করেন। ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর প্রথম সহকারী ভাইস-প্রেসিডেন্ট মিসেস মাহফুজা মুস্তাফি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার জনাব খলিলুর রহমান বলেন, কোর্সটি ছিল ব্যতিক্রমী ও দারুণ শিক্ষণীয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. সোলায়মান মিয়া, ড. সৈয়দ শহীদ আহমেদ, ডা. মোশাররফ হোসেন মাসুদ, আনিসুর রহমান এরশাদসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।