ত্যাগ, কুরবানি ও ঈমানী পরীক্ষায় উত্তীর্ণের মধ্যে দিয়ে জান্নাত লাভ সম্ভব এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা দুনিয়ায় সুখ শান্তির জন্য চেষ্টা করবেন না। পরকালীন সুখ শান্তির জন্য সকল কর্মকা- পরিচালিত করবেন। দুনিয়ায় বসবাসের জন্য বড় বাড়ি-ঘর না তৈরি করে জান্নাতে বাড়ি তৈরির জন্য প্রস্তুতি নিবেন। দুনিয়ায় আরাম আয়েশি জীবনযাপন মুমিনদের নয়, বরং পৃথিবী কষ্ট করার জায়গা।’
গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় এক মিলানায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ ও পুণর্বাসন সেক্রেটারি অধ্যাপক মাজিদুর রহমানসহ অন্যান্য নেতারা।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সমাজে অসংখ্য বনি আদম মানবতার জীবনযাপন করছেন। তাদের চেয়ে আমরা দ্বায়িশীলগণকে আল্লাহ অনেক ভালো রেখেছেন। বর্তমানে দেশের মানুষের ভালোর জন্য কাজ করতে গিয়ে আমাদের জুলুম ও কষ্টের মধ্যে পড়তে হয় তার জন্য আল্লাহর নিকট বিরাট পুরস্কার রয়েছে। আমাদের ব্যক্তি জীবনে ঋণমুক্ত থাকতে হবে। নিকট আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, দ্বীনের পথে দানের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে, মানুষকে মন থেকে ক্ষমা করে দিতে হবে। দুনিয়ায় সকল ভয়ভীতি উপেক্ষা করে ব্যাপক দাওয়াতি কাজ করে যেতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল স্তরের নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখাতে হবে।’-প্রেস বিজ্ঞপ্তি