ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্হাপিত হয়। ৮/৩/২৪ ইং রোজ শুক্রবার সকাল ১১টায় এই ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মন্টু, প্রধান অতিথি এবং ভিত্তিপ্রস্তর স্হাপন করেন, ঝিনাইগাতী শ্রীবরদীর সাংসদ এডি এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়। আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হেসেন চাঁন, ঝিনাগাতী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্তসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।আরো উপস্থিত ছিলে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা শরিফ সরকার, ডাঃ আব্দুল বারেক, ঝিনাইগাতী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ঝিনাইগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোঃশাহাদৎ হোসেন, গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফুল ইসলাম পলাশ, ঝিনাইগাতী সদরের মেম্বার জাহিদুল হক মনির। যুবনেতা সোহেল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক মোঃ মঞ্জুরুল হক ও সারোয়ার হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রমজান আলী। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সুধী সমাজ সহ নানা পেশা শ্রেনীরমানুষ উপস্হিত ছিলেন। তার আগে এমপি মহোদয়কে মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরুণ করেন।