২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল ১১ মার্চ (সোমবার) সাতকানিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ^াস এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আরাফাত ছিদ্দিকী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, সাতকানিয়া ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন কার্নানায়েন, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদ্য সাবেক ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচায্য, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কাদেরসহ প্রমুখ। সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।