জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মাহবুবা হকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক নবচেতনা, দৈনিক খবরপত্র, দি বাংলাদেশ টু পএিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, দৈনিক আজকের জামালপুর পএিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ও মেলান্দহ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, দি ডেইলি আর্থ পএিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মোল্লা, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান, ঢাকা টাইমসের সাংবাদিক ইমরান মাহমুদ, প্রাণের বাংলাদেশ পএিকার জেলা প্রতিনিধি মোমিনুল ইসলাম, যায় যায় দিন পএিকার প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোসতাসিম বিল্লাহ, প্রতিদিনের সংবাদ এর সাংবাদিক মোঃ জিল্লুর রহমান রতন, বিশিষ্ট সাংবাদিক ডাঃ জয়নাল আবেদীন, সাংবাদিক শাহীনুর ইসলাম, সাংবাদিক বাকীরুল ইসলাম, রাজধানী টিভির সাংবাদিক মফিদুল ইসলাম,সাংবাদিক জাহিদ, সাংবাদিক শাহীনসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।