সোনাগাজীতে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী এবং পুরষ্কার বিতরণ সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ নেবু লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার তূর্য সাহা, যুব উন্নয়ন অফিসার অজয় কুমার দাশ, সোনাগাজী মডেল থানার প্রতিনিধি উপ-পরিদর্শক কামাল হোসেন, সমবায় অফিসের পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাক ডেইরী ফার্মের সত্ত্বাধিকারী ও সোনাগাজী পৌরসভা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু। এসময় প্রানী সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় অংশ গ্রহনকারী খামারীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।