শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

‘সরকারবিরোধী আন্দোলনে ৬৫টি ডান-বাম, মধ্য ডান ও মধ্য বামপন্থী দল’

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বর্তমান সরকারকে ‘অগণতান্ত্রিক’, ‘অনির্বাচিত’ ও ‘স্বৈরাচারী’ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, প্রকৃতপক্ষে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যাই করা হয়েছে। আর নির্বাচনপ্রক্রিয়াকে দূষিত নয়, নষ্টই করে ফেলেছে সরকার। তিনি বলেন, ডান-বাম, মধ্য ডান ও মধ্য বামপন্থী ৬৫টি দল এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। গত বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রয়াত দুই নেতা আবুল কাশেম চৌধুরী ও জাফরুল হাসান চৌধুরীর স্মরণসভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন। তাঁর বক্তব্য মুঠোফোনের মাধ্যমে স্মরণসভায় সরাসরি শোনানো হয়।
নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ৬৫টি ডানপন্থী, বামপন্থী, মধ্য ডান ও মধ্য বামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলুন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বলুন—সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এ মুহূর্তে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার জন্য একদিকে যেমন ছাত্রসমাজের অংশগ্রহণ জরুরি, অন্যদিকে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জরুরি। এই অংশগ্রহণ যত বাড়বে, আন্দোলনের সফলতা তত নিকটবর্তী হবে। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। স্মরণসভায় বিশেষ বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, শ্রমিক শ্রেণি রাজপথ প্রকম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হবে না। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সহশ্রম সম্পাদক নুরুল ইসলাম খান, সহশ্রমিক সম্পাদক হুমায়ুন কবির খান, প্রয়াত আবুল কাশেম চৌধুরীর মেয়ে শারমিন চৌধুরী, প্রয়াত জাফরুল হাসান চৌধুরীর মেয়ে নাসরিন হাসান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com