গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মনিরুল হক মিঠু’র সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। স্বপদে পূর্ণবহাল হয়ে দ্বায়িত্ব পালন ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে উপজেলার হোসেন্দী বাজার স্থ ইউনিয়ন পরিষদের কার্য্যলয়ে উপস্থিত হন তিনি। এ সময় ইউপি সচিব ও সদস্যবৃন্দ ফুলেল শুভেচছা জানান।পরে তিনি নিজ অফিস কক্ষে বসে দাপ্তরিক কাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন সে দিনের কর্মকান্ডের সাথে আমি কোন ভাবেই জড়িত নই, শুধুমাত্র ইউনিয়ন এর অভিভাবক হিসেবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মোবারক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মো:মোজাম্মেল হক, ইউপি সচিব মো: মশিউর রহমান, ইউপি সদস্য মো: মহিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম বাদশা, আনিসুল হক শাকিল,জেসমিন বেগম, জাহানারা আক্তার,রোকেয়া বেগম, মো: ইলিয়াস, মোহাম্মদ আলী মোল্লা, নবী হোসেন, তাজুল ইসলাম পিন্টু প্রমুখ। উল্লেখ্য গত ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সরকারী কাজে বাঁধা, পুলিশ, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো: মনিরুল হক মিঠু গ্রেফতার ও চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার অধিদপ্তর।