বিরামপুর উপজেলার ১ হাজার ৮শ’ কৃষকের মাঝে সোমবার (২৪ জুন) উচ্চ ফলনশীল জাতের আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভার:) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও উম্মে কুলছুম বানু, থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, এসএপিপিও আবু বক্কর সিদ্দীক প্রমূখ। উদ্বোধন শেষে উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের নির্বাচিত ১ হাজার ৮শ’ কৃষককে ৫ কেজি উপশী জাতের ধান বীজ, এমওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি হারে বিতরণ করা হয়েছে।