শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলন: ২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে আইন করার দাবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত ন্যায্যতার ভিত্তিতে’ ন্যূনতম পর্যায়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশন ডেকে আইন করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ছাড়া, শাহবাগ থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। গতকাল রোববার (১৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে গুলিস্তান আন্ডারপাসের সামনে বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করার পর সংবাদ সম্মেলন সাংবাদিকদের এসব তথ্য জানান আন্দোলনকারীরা। এ সময় তারা বলেন, আমরা রাষ্ট্রপতির সামরিক প্রেস সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়নের দাবি জানিয়েছি।
আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি, সরকারি চাকরিতে সব গ্রেডে সব প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসরদের জন্য ৫ শতাংশ কোটা রেখে সংবিধান অনুসারে সংসদে আইন প্রণয়ন করতে হবে। আমরা আশা করি, মহামান্য রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে জরুরি পদক্ষেপ নেবেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধিবেশন ডাকার দাবি জানিয়েছি। আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আজ আমাদের থামানো যায়নি। আমরা চাচ্ছি না কঠোর কর্মসূচিতে যেতে। আমরা চাই দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এরপর আমরা সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো। আর মামলা সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় বাড়ানো হলো। না হলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করবো।
ব্রিফিং শেষে দুপুর সাড়ে ৩টার দিকে গুলিস্তান মোড় থেকে আন্দোলনকারীরা যার যার গন্তব্যে ফিরে যান। তবে যান চলাচল তখনও স্বাভাবিক হয়নি ওই এলাকায়। শত শত যানবাহন আটকে রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন রাস্তাগুলোয়।
গুলিস্তানে অবরোধে যান চলাচল বন্ধ: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া গণপদযাত্রা রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন। পুলিশের বাধায় সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে গুলিস্তানসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে যানজট। গণপরিবহনে থাকা সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পদযাত্রা নিয়ে বের হলে শিক্ষাভবন ভবন মোড়ে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে সচিবালয় সড়কে প্রবেশ করেন। সেখানে বাধা পেলে তারা জিরো পয়েন্টে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com