জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাট-১ আসনের এমপি এ্যাড: সামছুল আলম দুদুর উদ্যোগে উপজেলার ধরঞ্জী, আয়মারসুলপুর ও বাগজানা ইউনিয়নের ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, তৈল ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বাগজানা ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউনুছ আলী, ধরঞ্জী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, বাগজানার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রাসেল কবির, পৌর আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ সুলতান আহম্মেদ ও ধরঞ্জী ওয়ার্ড আ.লীগ নেতা মাহমুদুল ইসলামসহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।