শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের পতন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সোমবার (২৯ জুলাই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। ডিএসইতে এদিন মোট ৪৫০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭৩ পয়েন্টে, শরিয়া সূচক ৯ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১২১.২৪ পয়েন্ট কমে ১১ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

দিন শেষে সিএসইতে ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com