ফরিদপুরের নগরকান্দা থানা পাহারা দিচ্ছে ছাত্র-জনতারা। দেশের চলমান ছাত্র আন্দোলনের কারনে সদ্য সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গোপনে দেশ ত্যাগ করেছে গত সোমবার দুপুরে। ঔদিনই দেশের বেশির ভাগ থানার পুলিশ কর্মস্থল ছেড়ে অন্যত্র নিরাপদে আশ্রায় নেয়। তারই অংশ হিসেবে নগরকান্দা থানার সকল স্টাফ সোমবার রাত্রেই অন্যত্র (পুলিশ সুপারের কার্যালয়ে) অবস্থান করছে। মঙ্গলবার থানায় গিয়ে দেখা যায় থানায় কোন পুলিশ নাই। থানা পাহারা দিচ্ছে ছাত্র-জনতা ও কয়েকজন গ্রাম পুলিশ। ছাত্র-জনতার কোটা আন্দোলনের কাছে নতিস্বীকার করে আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করলে সরকার শুন্য হয়ে পরে দেশ। তখন সেনাবাহিনী প্রধান ওয়াকার -উজ- জামান রাষ্ট্রের হাল ধরেন। এবং ছাত্র-জনতাসহ দেশবাসীকে সান্ত¡ থাকার জন্য অনুরোধ জানায়। তিনি রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দীন এর সাথে আলোচনা করে একটি তত্বাবধায়ক সরকার গঠনের কাজ শুরু করেন। সেটা হয়তো গতকাল মঙ্গলবার অথবা আজ বুধবার চুড়ান্ত হতেও পারে। কিন্ত তারই আগে আত্মরক্ষার্থে থানা পুলিশ থানা ছেড়ে অন্য যায়গায় চলে যায়। একটি সূত্রে জানাগেছে পুলিশ কর্ম বিরতি পালন করছে। একটি তত্বাবধায়ক সরকার গঠন করা হলে হয়তো পুলিশ আবারও থানায় ফিরে আসবে বলে সকলের ধারণা। এব্যাপারে নগরকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করেই আমাদের ছাত্রদল বা কর্মী ও গ্রাম পুলিশ দিয়ে থানা পাহারা দিয়াচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন কবে নাগাদ থানা পুলিশ সদস্যরা থানায় ফিরে আসতে পারে বা আসবে এব্যাপারে কোন নির্দেশনা এখনও পাওয়া যায়নি। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন আগামীকাল (আজ বুধবার সকাল নাগাদ) আমরা থানায় ফিরে আসবো।