শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

গতরাতে পটুয়াখালী প্রেসক্লাবে জেলা বিএনপির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি তার লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর পতিত হাসিনার দোষোররা সারাদেশ এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যকলাপ লিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়। পটুয়াখালী জেলা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জরুরী সবার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নির্লস ভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি স্থাপনা সহ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় পাহারার ব্যবস্থা করেছেন। তিনি আরো উল্লেখ করেন, গত ৮ আগস্ট সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর প্রথম আলো পত্রিকায় আংশিক ভাবে প্রকাশিত হয়। সংবাদের শিরোনামে পটুয়াখালীতে সন্ধারাতে এক হিন্দু বাড়িতে হামলা লুটপাট বলা হলেও সংবাদের মধ্যে আক্রান্ত অভিলাশ তালুকদার কিংবা তার শশুর লক্ষণ দেবনাথ আক্রান্ত ব্যক্তিদের নাম ভয় বিতির কারণে বলতে চাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। এদিকে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মুজিবুর রহমান টোটন ও মিজানুর রহমানকে সেখানে পাঠান তাদের উপস্থিতিতেই এটিএন বাংলা ও এন টিভির সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে আক্রান্ত অভিলাষ তালুকদারের স্ত্রী মুক্তা জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী উত্তম দেবনাথের সাথে তাদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। দেশের সংকটময় মুহূর্তে স্থানীয় যুবলীগ৬ নং ওয়ার্ডের সভাপতি রিয়াজ মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতা উদ্ধারের জন্য তাদের উপর হামলা চালায়। ভাঙচুর চাঁদাবাজি করে নগদ ষাট হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে তাদের প্রান নাশের হুমকি দেয়। স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মুজিবুর রহমান টোটন, জিয়াউল হক ফারুক, ফখরুদ্দিন খান, মোফাজ্জেল হোসেন দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু, অধ্যাপক বাহাউদ্দিন বাহার, পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, আলমগীর হোসেন বাচ্চু মিজানুর রহমান, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শিফ্লুখ খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলাম বাবু খান, সাধারণ সম্পাদক মনির মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সকল অঙ্গসংগঠনের ইউনিটের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com