শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

সরকারের সুতায় টান অন্যকোথাও থেকে আসছে কিনা জানতে চায় জনগণ : রিজভী

সাইফুর রহমান:
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পুতুল নাচের ন্যায় অন্তর্র্বতীকালীন সরকারের সুতার টান অন্য কোথাও থেকে আসছে কিনা সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই, আমরা এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি। জনগণ যেন একটা প্যারাডক্সের মধ্যে, দেয়ালের মধ্যে, কুয়াশার মধ্যে আছে। এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হয়েছে, তার কয়েকদিন পর শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘুরাফেরা করছে। আবার শুনলাম তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার হয়েছে, তার দুই তিন দিন পরে শুনলাম তিনি গ্রেফতার হননি। জনগণের সাথে এই প্রতারণা কিসের জন্য? জনগণের সামনে এই লুকোচুরি কিসের জন্য? এটা তো জনগণ জানতে চায়।’
রিজভী বলেন, ‘জনগণের ভোট, জনগণের ম্যান্ডেট যারা মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে নিজেদের মতো করে ভোট দেয়ার জন্য জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি। শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যারা অপরাধ করেছে অবিচার করেছে।’
‘জনগণের ধারণা, কোনো না কোনো জায়গা থেকে পুতুল খেলার নাচের মতো আপনাদের সুতায় টান দিচ্ছে। সেই সুতার টানে আপনারা নাচানাচি করছেন। এটাই তো সুস্পষ্ট হয়ে উঠেছে,’ বলেন তিনি।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি’র এই মুখপাত্র বলেন, ‘আজকে দেখলাম রাজশাহীর সারদাতে শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বাদ দেয়া হয়েছে কিন্তু বাদ দেয়ার কথা ছিল ৮০৩ জনকে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শেখ হাসিনার দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারে মন্থরগতি লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের নীল নকশার অংশ বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com