বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের সংগঠন ও রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে রাত্রিযাপনের ঘোষণাও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন এমদাদ বাবু। এদিকে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধের জন্য আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, ‘যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’
বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে এমদাদ বাবু বলেন, ‘রাষ্ট্রপতি পদে থেকে আপনি মিথ্যাচার করেছেন। আপনি খুনি শেখ হাসিনার দোসর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার পদত্যাগ দাবি করছি। অন্যথায় আন্দোলন চলবে। আগামীকাল সকালে এসে যেন আমরা শুনতে পাই আপনি পদত্যাগ করেছেন। আপনার লজ্জা থাকলে আপনি পদত্যাগ করবেন।’
এমদাদ বাবু আরও বলেন, ‘আমরা সড়ক অবরোধ করে মানুষকে কষ্ট দিতে পারতাম, কিন্তু একজন খুনির জন্য আমরা শতশত মানুষকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। আমরা পরীক্ষিত সৈনিক, সম্মুখ যোদ্ধা। আমরা সংগ্রাম করতে গিয়ে হাত-পা-চোখ হারিয়েছি। যদি আরেকটা হাত পা চোখ দিতে হয় আমরা তার জন্যও প্রস্তুত আছি।’ এর আগে রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের সামনে জড়ো হন। এরপর তারা মানববন্ধন কর্মসূচি শুরু করেন। মানববন্ধন কর্মসূচি থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘রাষ্ট্রপতিকে কোনো সময় দেবো না, দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে আমরা রাত্রিযাপন করবো।’
ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধের জন্য আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, ‘যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন। এসময় তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র-জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না। হয় আপনি পদত্যাগ করুন না হলে ছাত্র-জনতা বঙ্গভবন ঘেরাও করে হাসিনার মতো পালাতে বাধ্য করাবে। ছাত্র-জনতার এই স্পিরিট নতুন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত থাকবে। ৭২ এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে সংবিধান নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com