মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

চ্যাটজিপিটিতে গুগলের মতোই সার্চ করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।
এআইয়ের পুরো রূপ বদলে দিয়েছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে যখন যা খুশি জানতে পারছেন। তবে এতে ঠিক গুগলের মতো রিয়েল টাইম সার্চ করা যেত না। এবার সেই সুবিধা আনছে ওপেনএআই।
এবার থেকে গ্রাহকের যে কোনো প্রশ্নের উত্তরে চ্যাটবট একেবারে সরাসরি ইন্টারনেট ঘেঁটে সাম্প্রতিকতম এবং একেবারে আপ-টু-ডেট তথ্য খুঁজে উত্তর দেবে। এতদিন মেশিন লার্নিং অ্যালগরিদমের তথ্য থেকেই গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারত ওপেনএআই চ্যাটবট।
চ্যাটজিপিটির দাবি, আপাতত মাইক্রোসফট বিনজ ইঞ্জিন ব্যবহার করে এই পরিষেবা দেওয়া হচ্ছে। তথ্যের মান উন্নত করতে এবং নলেজ-বেস বাড়াতে আগামী দিনে নিউজ় কর্প, রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস-এর মতো নামী সংস্থার সঙ্গে চুক্তির চিন্তাভাবনা হচ্ছে।
বিশেষজ্ঞদের দাবি, এটি পুরো মাত্রায় চালু হয়ে গেলে আগামীতে গুগলের মতো কনভেনশনাল সার্চ ইঞ্জিনগুলোকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে চলেছে ওপেনএআই। বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে তাদের সার্চ ইঞ্জিনে এআই-জেনারেটেড রেজাল্ট দেওয়া চালু করে দিয়েছে গুগল।
এই ফিচারটি যেভাবে ব্যবহার করবেন->> চ্যাটজিপিটি মেসেজ বারে গিয়ে কোনও প্রশ্ন লিখুন।
>> চ্যাটজিপিটির যদি মনে হয় আপনার প্রশ্নের উত্তরের জন্য রিয়েল-টাইম ইনফরমেশন দরকার, তাহলে নিজে থেকেই এআই ওয়েব সার্চ অ্যাক্টিভেট করে দেবে। >> আপনি ম্যানুয়ালিও তা করতে পারবেন। এজন্য চ্যাট ইনপুটে গিয়ে ওয়েব সার্চের আইকনে ক্লিক করলেই হবে। >> একই সঙ্গে চ্যাট জিপিটির উত্তরের সোর্সের ব্যাপারেও জানতে পারবেন আপনি। ওয়েব সার্চের যে রেজাল্ট চ্যাটজিপিটি আপনার সামনে তুলে ধরবে, তার সোর্সও আপনাকে দেখিয়ে দেবে। >> ‘সোর্সেস’ বাটনে ক্লিক করলে তা দেখতে পাবেন আপনি। >> সেই সব লিঙ্কে ক্লিক করলে, আপনার প্রশ্ন নিয়ে বিস্তারিত লেখা পড়তে পারবেন। সূত্র: দ্য গার্ডিয়ান




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com