শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

গুলিস্তানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে গণপিটুনি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে গুলিস্তানের সমাবেশস্থল থেকে আরও দুই যুবককে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিকভাবে এক যুবকের নাম রাকিব এবং অন্যজনের নাম আফজাল বলে জানা গেছে। গতকাল রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে তাদের ছাত্র-জনতা আটক করে গণপিটুনি দেয়। পরে জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত পুলিশ সদস্যরা দুই যুবককে হেফাজতে নেয়।
মারধরের শিকার আফজাল বলেন, ‘আমি কিছু জানি না। এক বড় ভাই নূর হোসেন চত্বরে ফুল দিয়ে আমাকে বললো ছবি তুলবে। আমি দাঁড়িয়ে ছবি তুলেছি। এরপর দেখি কয়েকজন এসে মারধর শুরু করেছে।’ এর আগে, দুপুরেও জিরো পয়েন্ট এলাকায় জয়বাংলা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করার সময় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com