পটুয়াখালী জেলার সুদক্ষ জেলা প্রশাসক ও শিক্ষা অনুরাগী জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বৃহস্পতিবার গলাচিপা উপজেলার বিভিন্ন সরকারি অফিস সমূহ, গলাচিপা পৌরসভা, সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অস্বচ্ছল শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, শ্রেণি কক্ষ পরিদর্শন শেষে ১৬ (ষোলো) জন শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরাই আগামী নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ভাবে দেশ ও বহির্বিশে^ সুনাগরিক হয়ে দেশের সম্মান, পরিবারের সম্মান ও নিজের সম্মান অর্জন করতে হলে প্রকৃত শিক্ষাই হচ্ছে মূল মাধ্যম। শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ও মিসেস ইউএনও নাহিদ আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য এবং সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের উপধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সভা শেষে উপজেলা কমপ্লেক্স দিঘির পাড়ে বেষ্টনী নির্মান ও প্লান্টেশন বোট ল্যান্ডি স্টেশন স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য যে, বর্তমান পরিকল্পনা মন্ত্রনালয় আইএসডির সচিব জনাব আবুল কাসেম মোঃ মহিউদ্দিন ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (গলাচিপা) ২০০৮ সালে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলটি স্থাপন করেন। নবাগত জেলা প্রশাসকের স্কুল পরিদর্শনে এবং আগমনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্কুলের অধ্যক্ষ ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে।