গাজীপুরের কাপাসিয়া থানায় কর্মরত পুলিশ সদস্য ও উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের সমন্নয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কাপাসিয়া থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ এ মহড়ায় কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে কর্মরত গ্রাম পুলিশ ও পুলিশ সদস্যের মধ্যে ব্রিফিং করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন। থানার ওসির নির্দেশে সেকেন্ড অফিসার এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে গ্রাম পুলিশের সমন্নয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রধান করেন কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অধিনায়ক মাসুদুল হক। এসময় গ্রাম পুলিশের বাইরেও সাধারণ মানুষের বিপুল সমাগম হয়েছে। প্রশিক্ষনে লাকড়ী, কেরোসিন, ডিজেল ও গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে অগ্নিকা- নির্বাপণের বিষয়ে প্রশিক্ষণ প্রধান করা হয়েছে। কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অধিনায়ক মাসুদুল হক বলেন, শুধু থানা নয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সভা সমিতি ও এজিওর মাধ্যমে অগ্নিনির্বাপণ সম্পর্কে দীর্ঘ দিন যাবৎ প্রশিক্ষণ চলমান রয়েছে।