বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহবানে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম গফুর এর আয়োজনে শান্তিপূর্ণ ভাবে ১০০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকাল ১১ টায় মাটিডালী স্কুল এন্ড কলেজ মাঠে বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম গফুর। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান আলী, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম রানা, বিএনপি নেতা বাবুল আহমেদ, মতিউর রহমান শিকন, আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খোকন শেখ, শাহিন আশরাফ, দুলাল প্রাং, সাইফুল ইসলাম বিমান, আব্দুল করিম, নজরুল ইসলাম, মজিবর রহমান, ফজলুর রহমান প্রমুখ।