রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

জামালপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় জামালপুর শহরস্থ বনপাড়া শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হায়। পরে দয়াময়ী মোড় থেকে একটি র?্যালি নিয়ে শহরস্থ ফেরিঘাটের শ্মশান ঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রায় সাড়ে ৪শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক প্রদানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতৃত্ব দেন। এ সময় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যারা পাকিস্তানি হানাদারদের হাতে নির্মমভাবে শহিদ হয়েছিলেন তাদের আত্মার জন্য শান্তি কামনা করা হয় বিকেল ৩টার দিকে জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরস্থ দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জামালপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরস্থ বনপাড়ের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে দয়াময়ী মোড় হতে একটি র?্যালী নিয়ে শহরস্থ ফেরিঘাটের শ্মশান ঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক (৪০০-৪৫০ জন) অর্পণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com