রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

জি-মেইলকে টেক্কা দিতে এক্স মেইল আনছে ইলন মাস্ক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহৃত হলেও সবচেয়ে বেশি আলোচনায় বোধহয় এক্স। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের এই প্ল্যাটফর্মটি নানা কারণে আলোচনা ও সমালোচনার তালিকায় রয়েছে।
তবে এবার ইলন মাস্ক জি-মেইলকে টেক্কা দিতে আনছে এক্স মেইল। সম্প্রতি এক্সের ব্যবহারকারী সব ব্লুস্কাইতে চলে যাওয়ার পর ইলন মাস্ক এই ঘোষণা দিলেন। আমেরিকার নির্বাচনে ডোনাল্ট ট্রাম্প আসার পরই এক্সের ব্যবহারকারী কমতে থাকে। যেখানে ইলন মাস্কের এক্সের অস্তিত্ব সংকটে সেখানে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা ভাবাচ্ছে সবাইকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবার আনতে পারে ইমেইল পরিষেবাও। নাম হতে পারে এক্স মেইল, এটা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। যদি এমনটা হয়, তাহলে গুগলের জি-মেইলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এটি বলে করছেন সবাই। এবছর ফেব্রুয়ারিতে এক্স মেইল নিয়ে নিজেই মুখ খুলেছিলেন ইলন মাস্ক। সেই সময়, এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ার ন্যাট ম্যাকগ্র্যাডি জিজ্ঞেস করেছিলেন যে, কখন এক্স মেইল তৈরি করা হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেছিলেন, ‘ওটা আসছে।’
টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ই-মেইল মার্কেটের ৫৩ শতাংশের উপরেই রয়েছে অ্যাপলের ইমেল মার্কেটের দখলে। জি-মেইলের হাতে রয়েছে ৩০-৩১ শতাংশ মতো। এছাড়াও আউটলুক, ইয়াহু মেইলের মতো প্ল্যাটফর্মও রয়েছে। এরপরও এক্স মেইল নিয়ে শুরু থেকেই বড় স্বপ্ন দেখেছেন ইলন মাস্ক। টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক এর নাম রাখেন এক্স, এরপর থেকেই এটিকে বহুমুখী বা মাল্টিফাংশনাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার স্বপ্ন দেখেছেন তিনি। শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে শপিং, পেমেন্ট থেকে ইমেল- সর্বত্র এক্স প্ল্যাটফর্মকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে ইলন মাস্কের। এবার এক্স মেইল কতখানি মানুষের মনে জায়গা করে নিতে পারে তাই দেখার পালা। সূত্র: ফোর্বস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com